ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ট্রাস্টি এবং ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক ইশতিয়াকের প্রয়াণে গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত অন্যতম ট্রাস্টি মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ, ব্যবসা অনুষদের ডিন প্রফেসর মোস্তফা জালাল, কলা অনুষদের ডিন ড. শাহ আলম, এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
শোকসভায় বক্তারা বলেন, মাহমুদুল হক ইশতিয়াক ছিলেন একজন সৎ, অমায়িক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ। তাঁর কর্ম নিষ্ঠা, সততা ও দেশপ্রেম সকলের জন্য অনুকরণীয় উদাহরণ। প্রধান অতিথি মো. আখতারুজ্জামান তাঁর স্মৃতিচারণে বলেন, “মাহমুদুল হক ইশতিয়াক ভাই জীবনের প্রতিটি পর্যায়ে ছিলেন আদর্শবান, মানবিক ও সত্যিকারের দেশমাতৃকাপুত্র। তাঁর দেশপ্রেম, সাহস এবং ত্যাগের গল্প আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণার উৎস।” শোকসভা ও দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের সম্মানিত খতিব মো. মইনুদ্দিন সাহেব। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আলোচকবৃন্দ তাঁর মৃত্যতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার আত্মার চিরশান্তি কামনা করেন।
শোকসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহন করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শোকসভা ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা মো. রোকন উদ্দিন।
