নিজস্ব প্রতিবেদক॥
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলার চরম অবনতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
গতকাল বুধবার (৫ অক্টোবর) রাতে নবীনগর থানা প্রাঙ্গণে থানার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
সাংবাদিকদের অভিযোগ, সম্প্রতি নবীনগর পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
তারা আরো বলেন, সম্প্রতি উপজেলা সদরের পদ্মপাড়ায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলের বাসার সামনে সশস্ত্র হামলায় তিনি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং বড়িকান্দি গনি শাহ মাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হওয়ার মতো ঘটনাগুলো উদ্বেগজনক ও আতঙ্ক সৃষ্টিকারী। এর আগে নবীনগরে এমন আইন-শৃঙ্খলার অবনতি দেখা যায়নি।
গত দুই মাসে একাধিক খুন, ভয়াবহ সন্ত্রাসী হামলা, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় পুলিশ দৃশ্যমান কোনো কার্যকর ভূমিকা নিতে না পারায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
সাংবাদিকরা পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব অপরাধ দমনে পুলিশকে আরো কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক পুলিশের জনবলসংকট, গাড়ির স্বল্পতা ও যোগাযোগব্যবস্থার অনুন্নয়নসহ নানা সমস্যা তুলে ধরেন।
তিনি আশ্বস্ত করে জানান, খুব স্বল্প সময়ের মধ্যেই নবীনগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হবে।
পাশাপাশি তিনি সাংবাদিকদের অনুরোধ করেন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।
গতকাল বুধবার রাত ৮টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নবীনগরের সিনিয়র সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাসহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
