গাজীপুর প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচির প্রচার–প্রচারণা জোরদার করা এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর-১ আসনকে কেন্দ্র করে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রশাসনিক ও রাষ্ট্রীয় কাঠামোকে দুর্নীতিমুক্ত করার জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই বর্তমান সময়ে প্রধান দাবি। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার এবং পৌর বিএনপির সদস্য সচিব মহসিন উজ্জামান। এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা বলেন, ধানের শীষ দেশের মানুষকে মুক্তি দিতেই আবারও জনসমর্থন অর্জন করবে।
