জবি প্রতিনিধি
ভূমিকম্প বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন হিড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সম্প্রতি রাজধানীতে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্প সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এই উদ্যোগ নেয় বসুন্ধরা শুভসংঘ। লিফলেটে ভূমিকম্পের সময় করণীয়, নিরাপদ আশ্রয় গ্রহণ ও আতঙ্ক এড়ানোর উপায় তুলে ধরা হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এমন উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। শিক্ষার্থী রাফি আহমেদ বলেন, ভূমিকম্প হলে কী করতে হবে তা আগে পরিষ্কার ধারণা ছিল না। আজকের লিফলেট আর আলোচনা খুব কাজে দেবে। এখন অন্তত জানি কোথায় দাঁড়াব এবং কীভাবে নিজেকে নিরাপদ রাখব।
কর্মসূচিতে অংশ নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এমদাদ হোসেন বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো আমাদের বুঝিয়েছে যে, ক্যাম্পাসসহ পুরান ঢাকার ভবনগুলো কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প হলে কীভাবে নিরাপদ স্থানে যেতে হয়—এসব বিষয়ে আমাদের কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। সরকারসহ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা উচিত।
নৃবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী রিংকু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুসহ সকল বয়সের শিক্ষার্থীদের সচেতন করাই আমাদের লক্ষ্য। অভিভাবকদের মধ্যে আমরা ক্যাম্পেইন বেশি করেছি। যাতে তারা সচেতন হয়ে অন্যদের সচেতন করতে পারেন।
এ বিষয়ে শুভসংঘের জবি শাখার সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, আমরা চাই সকল শিশু নিরাপদ থাকুক। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে থাকতে হয়, তা জানানোই আমাদের মূল লক্ষ্য। সমসাময়িক বিষয় নিয়ে বসুন্ধরা শুভসংঘ সাধারণ মানুষ ও শিশুদের সচেতন করতে এমন আয়োজন করে থাকে। বসুন্ধরা শুভসংঘের এই কাজ সামনেও চলমান থাকবে।
এ সময় বুশরাত, নাইম, রিফানুল, রতন, সাহিত্য, হাসানসহ বসুন্ধরা শুভসংঘের অনেক সদস্য উপস্থিত ছিলেন।
