অনলাইন ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ টিটু থিয়েটার কার্যালয় মাঠে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখা।
প্রতিযোগিতায় সাভার উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা তাদের তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে মহান মুক্তিযুদ্ধ, শহীদদের আত্মত্যাগ, লাল-সবুজের পতাকা ও স্বাধীন বাংলাদেশের স্বপ্ন।
সাভারের কিশোর মুক্তিযোদ্ধা ছিলেন গোলাম দস্তগীর টিটো, স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে তার রক্তে রঞ্জিত হয় এই জনপদের মাটি। তার স্মরণে নাট্যাচার্য অধ্যাপক সেলিম আল দীনের অনুপ্রেরনায় প্রতিষ্ঠিত শহীদ টিটু থিয়েটার চিত্রাঙ্কন প্রতিযোগিতার সহযোগী হিসেবে যুক্ত ছিলো।
বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার উপদেষ্টা এবং শহীদ টিটু থিয়েটারের সভাপতি অমর চাঁদ মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের সাবেক পরিচালক ও বাংলাদেশ গ্রাম থিয়েটার ঢাকা বিভাগীয় প্রধান নাট্যকার সালাম সাকলাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড রাইটার এসোসিয়েশনের সভাপতি শামসুল হক বাবু, বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম জুয়েল, শহীদ টিটু থিয়েটারের সহ-সভাপতি এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপপরিচালক সারোয়ার হোসেন, শহীদ টিটু থিয়েটারের সাধারণ সম্পাদক শাজাহান মিয়া।
