অনলাইন ডেস্ক
দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের হৃদয় জয় করেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই অভিজ্ঞতাকে বর্ণনা করতে জুলিয়াস সিজারের প্রখ্যাত শব্দত্রয়ী উক্তি ‘এলাম, দেখলাম, জয় করলাম’ ব্যবহার করেছেন।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালাহউদ্দিন লিখেছেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা—যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা ও জাতির প্রতি গভীর অঙ্গীকার রাখেন। তিনি তারেক রহমানের কথার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, ‘আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য—আমার দেশের জন্য।’
পোস্টের শেষে তিনি মন্তব্য করেছেন, ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’
এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান সপরিবার ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখার পর গুলশানের বাসায় ফেরেন তিনি।
