অনলাইন ডেস্ক
বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রংপুর আশ্রয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. জামাল তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি মো. আল নোমান শান্ত’র সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আল মামুন আকন্দ ও বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা এস. এম. রফিকুল ইসলাম রফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি রাজেশ গৌড়, মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান ফকির, স্থানীয় বাসিন্দা রেদোয়ান মিয়া প্রমুখ।
আলোচনায় আইনজীবী আল মামুন আকন্দ বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। বিশেষ করে কিশোরী মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে এই কুপ্রথা।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ হলেও সামাজিক অসচেতনতার কারণে এখনো বিভিন্ন এলাকায় এর প্রবণতা দেখা যায়। বাল্যবিবাহ রোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।
উপদেষ্টা এস. এম. রফিকুল ইসলাম রফিক বলেন, অল্প বয়সে বিয়ের ফলে অনেক শিশুই পড়াশোনা থেকে ঝরে পড়ে, শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত সংসার ভাঙনের ঘটনাও ঘটে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে মো. জামাল তালুকদার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
