অনলাইন ডেস্ক
বরিশালে শিশুদের নিয়ে মান্তা সম্প্রদায়ের নৌকার জীবন ক্যানভাসে ফুটিয়ে তোলার জন্য আর্ট ক্যাম্পের আয়োজন করেছে চারুকলা বরিশাল। শুক্রবার সদর উপজেলার লাহারহাট এলাকায় মান্তা সম্প্রদায়ের নৌবিহারে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিশুদের আঁকা ছবিগুলো নিয়ে আগামী ২৯ ডিসেম্বর ‘ভাসমান জীবন’ শীর্ষক প্রদর্শনী আয়োজন করা হবে বলে জানিয়েছেন আর্ট ক্যাম্পের পরিচালক শিল্পী তাপস কর্মকার।
তাপস কর্মকার জানান, দিনব্যাপি আর্ট ক্যাম্পে ১২ জন শিল্পী অংশগ্রহণ করেছেন। তারা মান্তা সম্প্রদায়ের ভাসমান নৌবহর ও নৌকায় বসবাসের জীবন চিত্র জলরঙে ফুটিয়ে তুলেছেন।
তিনি বলেন, আমরা শিশুদের আনন্দ দিতে চাই। পরীক্ষা শেষ হওয়ায় তারা যাতে প্রকৃতিতে বেরিয়ে দেখতে পারে এবং প্রান্তিক সম্প্রদায়ের জীবনকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে, সেজন্য এই আয়োজন করা হয়েছে।
প্রকৃতির সৌন্দর্য দেখাতে লঞ্চে শিশুরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা অত্যন্ত আনন্দ পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী অনিক দে জানান, শিশুদের বাইরের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি নিজেও মান্তা সম্প্রদায়ের নৌকার সংসার আঁকেছেন।
