জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখার পরও আজ রবিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে।
পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল জোরদার করে বিভিন্ন স্থানে পজিশন নিয়েছেন। এর আগেও একই স্থানে পরপর দুইবার কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ।
জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর এলাকায় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালায়।
বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের সদস্যদের খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের বাধা দেয়। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান।
পরবর্তীতে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আজ সকাল থেকে আবারও বিএসএফের উসকানিতে ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।
এদিকে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
