অনলাইন ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সাবেক সভাপতি মুজিবুল হক মজু কোম্পানিকে (৭৫) গ্রেফতার করেছে ভূজপুর থানা পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। তাকে কোনো রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়নি, তার বয়স বিবেচনায় নতুন কোনো মামলা দেওয়া হবে কিনা, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
