অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৯ ডিসেম্বর) দলটির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরস্থ এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে, গত সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আসিফ মাহমুদ। সে সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলে তার যোগদানের গুঞ্জন ছড়ালেও গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানান, কোনো দলের হয়ে নয়—স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করবেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনি আজ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে যাচ্ছেন।
সূত্র: বিবিসি
