মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শীতজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আইসিইউ সাপোর্ট না থাকায় নিউমোনিয়ায় আক্রান্ত রোগীরা আইসিইউ সাপোর্ট আছে এমন হাসপাতালে ভর্তির জন্য পাঠিয়ে দেয়া হচ্ছে।
হাসপালাতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা ২৫০ জন। যাদের অধিকাংশ নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। এদিকে মাগুরা সদর আইসিইউ সাপোর্ট না থাকায় নিউমোনিয়া আক্রান্ত রোগীরা চরম ঝুঁকিতে রয়েছে। ফলে একটা সময় পর সাপোর্ট না দিতে পেরে ফরিদপুরসহ আইসিইউ সাপোর্ট আছে এমন হাসপাতালে ভর্তির জন্য পাঠিয়ে দেয়া হয়।
মাগুরা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাজিয়া আক্তার বলেন, আমাদের সাধ্যের মধ্যে থেকে শিশুদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছি। প্রতিদিনই অনেক শিশু রোগীকে সুস্থ করে তুলছি। তিনি আরো জানান, মায়েদের এই শীতে বাচ্চাদের সাবধানে রাখতে হবে যেন অসুস্থ না হয়ে যায়। তাদের ইচ্ছে মতো দোকান থেকে ওষুধ না খাইয়ে এমবিবিএস ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
