মুন্সীগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মুন্সীগঞ্জে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে দলটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদ।
এর আগে, জেলা বিএনপির কার্যালয়ে সকাল থেকে পবিত্র কোরআন খতম করেন বিভিন্ন মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম করে জেলা বিএনপি।
কোরআন খতম কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথি মো. মহিউদ্দিন বলেন, সারা বাংলাদেশের অভিভাবক আজ দুনিয়া থেকে চলে গেলেন। আমরা তার জন্য কোরআন খতম দিয়েছি। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত। সকলের কাছে তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
