অনলাইন ডেস্ক
সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানার ‘লা কনস্টেলেশন’ বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দেশটি পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। মর্মান্তিক এ ঘটনায় অন্তত ৪০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহতদের প্রতি সম্মান জানিয়ে দেশজুড়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দুর্ঘটনাস্থল ঘিরে রাখা বারের বাইরে স্বতঃস্ফূর্তভাবে শোকসভা ও প্রার্থনার আয়োজন করছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। সেখানে ফুল রেখে ও মোমবাতি জ্বালিয়ে তারা নিহতদের স্মরণ করছেন।
নববর্ষ উপলক্ষে মন্টানা স্টেশন চার্চে আয়োজিত বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নেন। শোকের প্রতি সম্মান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট গি পারমেলাঁ জাতির উদ্দেশে তার নববর্ষের ভাষণ বাতিল করেছেন।
নিহতদের পরিবারকে সহায়তা, মৃতদের পরিচয় শনাক্তকরণ এবং আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: ডয়েচে ভেলে
