অনলাইন ডেস্ক
আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন ভিসা সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে নিরাপত্তাজনিত কারণে ভারত যেতে অস্বীকৃতি জানিয়েছে। এবার উঠে এসেছে একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের সমস্যাও।
যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডার বিভিন্ন দলগুলোতে খেলার জন্য নির্বাচিত পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা পেতে সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলো বিষয়টি আইসিসি ও বিসিসিআইকে জানিয়েছে, তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব মেলেনি। ভারত-পাকিস্তান সম্পর্কের তীব্র অবনতিই মূল কারণে ভিসা জটিলতার সৃষ্টি হয়েছে।
ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক ২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর আরও জটিল হয়েছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে, যার প্রভাব পড়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের উপর।
তবে পাকিস্তান দল সরাসরি ভারত না গিয়ে শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে তাদের ম্যাচ খেলবে। বিশ্বকাপে মোট ২০টি দল পাঁচটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করবে। প্রতিটি গ্রুপের সেরা দুদল উঠবে সুপার এইটে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩ ও ৫ মার্চ, আর ফাইনাল ম্যাচ ৮ মার্চ। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, খেলা হবে কলম্বোতে; অন্যথায় আহমেদাবাদে।
সূত্র: এ-স্পোর্টস
