টাঙ্গাইল প্রতিনিধি
পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন টাঙ্গাইলের যৌথ উদ্যোগে মির্জাপুর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন দুইটি (০২) অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।
মোবাইল কোর্ট চলাকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত দুইটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
