অনলাইন ভার্সন
পৌষ মাসের কনকনে শীত ও শৈত্যপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখন অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের পাশে সরকারি শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বাজনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ জন প্রতিবন্ধী সদস্যের মাঝে সরকারি বরাদ্দকৃত শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ইউএনও মো. মারুফ হাসান। একই দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও জিল্লুর রহমান।
বোচাগঞ্জের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব শামসুল আলম, সাংবাদিক ফরিদ আহমেদ, (সিডিএ)-এর বোচাগঞ্জ সদর ইউনিট ম্যানেজার ফিলিমন রায় ও মাধবপুর ইউনিট ম্যানেজার শাহিনা খাতুন। এছাড়া নবাবগঞ্জের অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, জনপ্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
