নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের অভিযান চালিয়ে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত খালিয়ারচর, মধ্যারচর ও কদমির চরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির, রিংকু মিয়া। এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র ছাড়াও ম্যাগজিন, ১০ রাউন্ড গুলিসহ পাচঁ রাউন্ড সটগানের কার্তুজ, আটটি ককটেল, ইলেকট্টিক শক দেয়ার যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হজার ৮০০ টাকাসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দুপুরে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এমএলআরএস আর্টিলারি ৪৫ রেজিমেন্টের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জুবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর নেতৃত্বে খালিয়ারচর, মধ্যারচর ও কদমির চরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সন্দেহভাজন বাড়ি ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
