নরসিংদী প্রতিনিধি
মানবিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের আখালিয়া দক্ষিণপাড়া আদর্শ ইসলামী যুব সংগঠনের ১৩ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আখালিয়া বড় মসজিদ মাঠে দিনব্যাপী কর্মসূচিতে এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এ সময় ৩ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি আল-আমিন রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদ, হাসিব পারফেক্ট ফ্যাশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম (হাসিব), ই. এম মেহেদী হাসান, লোকমান হোসেন, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৩ জন ডাক্তারের সমন্বয়ে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
পাশাপাশি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করা হয়েছে। এটি কোনো লোক দেখানো কর্মসূচি নয়, বরং ধারাবাহিক সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত একটি মানবিক উদ্যোগ।
