অনলাইন ডেস্ক
শীতের তীব্রতায় কষ্টে থাকা অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখা। বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের বেড়াবুচনা পানির ট্যাংকি মোড়ে অবস্থিত কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এ ছাড়া রাতে শহরের বিভিন্ন পয়েন্টে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক মেহেবুব ইসলাম রুমন, কোষাধ্যক্ষ আল আমিন মাতাব্বর, শওকত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, “শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার প্রধান লক্ষ্য। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সহ-সভাপতি মাওলানা মাসুদুর রহমান বলেন, “মানবতার সেবায় কাজ করাই বসুন্ধরা শুভসংঘের মূল উদ্দেশ্য। সমাজের বিত্তবানদের এমন মানবিক উদ্যোগে এগিয়ে এলে একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে উঠবে।”
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে প্রতি বছর শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে নানামুখী মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়।
