অনলাইন ডেস্ক
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিস বোর্ড থেকে দূরত্ব বজায় রাখছেন। ট্রাম্পের একটি বিতর্কিত প্রস্তাবের কারণেই এই দূরত্ব বলে জানা গেছে।
ট্রাম্পের নেতৃত্বাধীন এই শান্তি বোর্ডের স্থায়ী সদস্যপদ পেতে দেশগুলোকে এক বিলিয়ন ডলার ফি দেওয়ার যে শর্ত রাখা হয়েছে, ব্লেয়ার তার সঙ্গে একমত নন বলে জানা গেছে।
ব্লুমবার্গ নিউজ একটি প্রতিবেদনে জানিয়েছে, প্রস্তাবিত এই সংস্থার একটি খসড়া সনদে উল্লিখিত বিশাল অংকের এই অর্থের বিষয়ে টনি ব্লেয়ার কোনো সমর্থন দিতে রাজি হননি। ব্লেয়ারের একজন মুখপাত্র জানিয়েছেন, বোর্ডের সদস্যপদ নির্ধারণ বা আর্থিক লেনদেনের কোনো প্রক্রিয়ার সঙ্গে তিনি জড়িত নন এবং এই সংক্রান্ত যেকোনো প্রশ্নের জবাব ট্রাম্প প্রশাসনের দেওয়া উচিত।
মূলত ডোনাল্ড ট্রাম্পের এই উচ্চাভিলাষী প্রজেক্টের নানা শর্ত নিয়ে মার্কিন মিত্রদের মধ্যে আগে থেকেই অসন্তোষ ছিল, যা ব্লেয়ারের এই অবস্থানের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, বিশ্বের অনেক দেশই নীতির দিক থেকে এই শান্তি বোর্ডে যোগ দিতে আগ্রহী হলেও স্থায়ী সদস্যপদের বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ প্রদানের এই শর্ত মেনে নিতে নারাজ। ফলে ট্রাম্পের এই নতুন উদ্যোগটি শুরুতেই বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
