অনলাইন ডেস্ক
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনই শেষ সাফল্য নয়; বরং অর্জিত জ্ঞান দিয়ে সমাজ, রাষ্ট্র ও মানবকল্যাণে কী অবদান রাখা যায়, সেটিই জীবনের সবচেয়ে বড় প্রশ্ন।
সোমবার চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ নয়—দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। ন্যায্যতা, যুক্তি ও নৈতিকতার ভিত্তিতেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া জরুরি।
ড. রফিকুল আবরার আরও বলেন, আমাদের জাতীয় পর্যায়ে বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। কোন পথে আমরা যাব—পুরোনো বৈষম্য ও সংকটের পথে, নাকি নতুন ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার পথে, এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্র্যাকের চেয়ারপার্সন ও সাবেক সরকার উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, এবং অন্যান্য বিশিষ্টজন।
সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ১৬৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া ৭ জন শিক্ষার্থীকে টপ এ্যাচিভার্স এওয়ার্ড দেওয়া হয়।
