বিশেষ প্রতিনিধি॥ টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে সময়োপযোগী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, “সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আরও বেশি সংখ্যায় অংশগ্রহণমূলক ও আধুনিক প্রশিক্ষণ আয়োজনের প্রয়োজন রয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) আয়োজনে টেলিভিশন সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত দু’দিনব্যাপী কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিটিজেএ)। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল-আমিন শাহীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন। প্রধান অতিথি জেলা প্রশাসক দিদারুল আলম জেলার টিভি সাংবাদিকদের কর্মতৎপরতার প্রশংসা করে বলেন, “আপনাদের দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মো. সিফাত ভূঁইয়া এবং জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস। অনুষ্ঠানে টিভি সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন: পীযুষ কান্তি আচার্য্য (পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান, এটিএন নিউজ)। শিহাব উদ্দিন বিপু (স্টাফ রিপোর্টার, এনটিভি)। উজ্জ্বল চক্রবর্তী (ব্যুরো প্রধান, সময় টিভি)। নজরুল ইসলাম শাহজাদা (জেলা প্রতিনিধি, মোহনা টিভি)। মো. শফিকুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক, যমুনা টিভি)। রিফাত আল নাবিল মোল্লা (জেলা প্রতিনিধি, দীপ্ত টিভি)। আলোচনা শেষে অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী টিভি সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
