বিনোদন ডেস্ক
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন। আবার সমকালীন বিষয় নিয়ে কথা বলেও বহুবার সমালোচিত হয়েছেন স্বস্তিকা।
পূজামণ্ডপে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন স্বস্তিকা। ক্যাপশনে নবমীতে প্রতিজ্ঞা করার কথাও জানান এই অভিনেত্রী। স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘শুভ নবমী। এই পূজাতে নিজেকে একটা প্রতিজ্ঞা করেছি।
ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেব না। যদিও চোখে পড়লে বেশ হাত ইশপিশ করে আমার, ভাবি চুপ করে না থেকে উচিত জবাব দেওয়া দরকার। কিন্তু আমার মনে হয়, এর কোনো মূল্য নেই।’
