অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
শনিবার (৪ অক্টোবর) ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া এবং সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
পরিদর্শনকালে ইউজিসি প্রতিনিধিদের স্বাগত জানান পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম, উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মো. আফসার আলী এফসিএমএ, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ।
পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মো. মতিউর রহমান, সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, ট্রাস্টি সদস্য ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু, আয়শা বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনসার আলী তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
