অনলাইন ডেস্ক
ফরিদপুরে একের পর এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ব্যবসায়ী রায়হান জামিল। দুই টাকা কেজিতে চাল ও ১০ টাকা কেজিতে ইলিশ বিক্রির পর এবার তিনি ঘোষণা দিয়েছেন মাত্র এক টাকায় কেজি গরুর মাংস বিক্রি করার।
মুফতি রায়হান জামিল ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বলে জানা গেছে। তিনি ঢাকায় অ্যাপার্টমেন্ট ও কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত।
রায়হান জামিল জানান, আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য এক টাকায় কেজি গরুর মাংস বিক্রির আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ১০০ জন উপকারভোগীর তালিকা তৈরি করে তাদের হাতে টোকেন বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, “ইতিপূর্বে চরভদ্রাসন উপজেলায় দুই টাকা কেজিতে চাল এবং সদরপুর উপজেলায় ১০ টাকা কেজিতে ইলিশ বিতরণ করা হয়েছে। এবার ভাঙ্গায় দরিদ্র মানুষের জন্য এক টাকায় কেজি গরুর মাংস দেওয়ার উদ্যোগ নিয়েছি।”
রায়হান জামিল আরও বলেন, “আমার মূল লক্ষ্য হলো, এলাকার বিত্তবানরা যদি এমন উদ্যোগে অংশ নেন, তাহলে সাধারণ ও দরিদ্র মানুষের উপকার হবে এবং সমাজে সহমর্মিতার সংস্কৃতি গড়ে উঠবে।”
