মোহাম্মদ ইদ্রিস
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছুরিকাঘাতে এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাফায়েত নামে এক অটোরিকশা চালককে পিটুনি দেন উপস্থিত স্থানীয়রা। পরে তাকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জীবন মিয়া (২৬) উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। সড়ক বাজারের ভিআইপি সুইটস নামে একটি দোকানের কর্মচারী ছিলেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিষ্টির দোকানের সামনে জীবন মিয়া ও সাফায়েতের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে সাফায়েত একটি ছুরি এনে জীবনকে আঘাত করলে স্থানীয় লোকজন তাকে মারধর করা শুরু করে। পরে দু’জনকেই আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে জীবনকে মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাফায়েতকে আটক রাখা হয়েছে।
