১. আমার প্রেমিকা জানে কিনা?
সাপটা আমার প্রেমিকার ভেতরে
জিলাপির মতো প্যাঁচিয়ে আছে
টের পাই গভীর করে খেয়াল করলে
আমার প্রেমিকার ভেতরের বিষাক্ত
সাপটাকে স্পষ্ট দেখতে পাই।
সাপুড়ের বাক্সে যেমন রাখে তেমন করেই
আমার প্রেমিকার ভেতরে বসে থাকে ,
আমি ঠিক জানি না বুঝতে পারিনা
এই যে আমার জানা শোনা সাপটার সাথে
আমার প্রেমিকা জানে কিনা?
ভয়ে নয় সাপটাকে সমীহ করি ভিন্ন কারনে
আমার প্রেমিকার বিষন্ন পাষাণ হৃদয়
ছোবলে ছোবলে খুবলে খাবে কথা দিলে
আমি আর সাপটার বন্ধুত্ব হয়ে যায়
সাপটা যখন আমার প্রেমিকার ভেতরে চিন্তার আরো গভীরে ফনা তুলে কুণ্ডলী পাকায়
ঠিক তখনই এলোকেশী আমার প্রিয়তমা
প্রেমিকা কে খুব বেশি উড়নচণ্ডী দেখায় ।
২. প্রহসন
প্রচন্ড এই পরিকল্পিত প্রহসন
আর নিতে পারছিনা অপ্রত্যাশিত
বিশ্বাস করো দমবন্ধ লাগে ।
তোমার মনের মালিকানা
ঢাকঢোল বাজিয়ে তল্লাটে তল্লাটে
যাকে তাকে দিয়ে দাও প্রকাশ্যে নিলামে
প্রেম তোমার ইচ্ছে যতো কিংবা প্রয়োজন মতো
বিলিয়ে মিলিয়ে নাও অক্ষত পাঁইপাঁই
ভেসে যেতে পারো অবলিলায়
বেমালুম যার তার ভালোবাসায় ।
এঁকে নিও কল্পনার কথিত গতিতে
ডেকে নিও ভালোবাসো যাকে নিজস্ব নামে ।
শেষ নিশিথে মিটিমিটি নক্ষত্রের কানে কানে
ডুব দিও গাইতে থাকা পছন্দের গানে
আর না হলে এক পৃথিবী পলি মাটির দামে
তুলে দিও তোমার মন যখন তখন নিলামে
অথবা ভুলে যেও আমার কিসের বাসনা
কিসের হাঁসফাঁস আবীর আচ্ছন্ন আকাশ
ছাইপাশ অস্ফুট পরিহাস গায়ের ঘামে
আলাদা করো নুনতা স্বাদ যে টুকু ছিল
বয়ে চলে অতল গভীরে চোখের নিবিড় জলে।
১৭ নভেম্বর ২০২৫ খ্রি. রাত ১১.৪৮ মি
