অনলাইন ডেস্ক
ভালোবাসার কোনো বয়স নেই—এই কথা যেন সত্যি করে দেখালেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকার বাসিন্দা তারমান। ৭৪ বছর বয়সে তিনি ৩০০ কোটি রুপিয়াহ মোহরানা দিয়ে বিয়ে করলেন ২৪ বছর বয়সী তরুণী শেলা আরিকাকে। এই চাঞ্চল্যকর বিয়েটি সম্প্রতি অনুষ্ঠিত হয়।
এই অদ্ভুত জুটির বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর হওয়ায় তারা এখন পুরো ইন্দোনেশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু বিপুল মোহরানা দেওয়াই নয়, বর তারমান বিয়েতে অংশ নেওয়া প্রত্যেক অতিথির হাতে ১ লক্ষ করে রুপিয়াহ তুলে দেন। তবে এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে অবিশ্বাস্য প্রেমের গল্প বললেও, কেউ কেউ পুরো ব্যাপারটি প্রচারণার কৌশল বলে সন্দেহ করছেন। এমনকি কেউ কেউ দাবি করেছেন, ৩০০ কোটি রুপিয়াহর চেকটি নাকি নকল। কনের এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, পরিবার ও প্রতিবেশীরা শেলাকে আগেই সাবধান করলেও তিনি এই বিতর্কিত বিয়েতে জড়িয়ে পড়েন। অন্যদিকে, বর তারমান নিজের অবস্থানে অটল। তিনি নিশ্চিত করেছেন যে, মোহরানার টাকা একদম আসল এবং তা ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, তারমান আগেও একবার বিতর্কের মুখে পড়েছিলেন। একসময় একটি প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি। এছাড়াও এটিই তার প্রথম বিয়ে কি না, তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।
