দৈনিক নুরজাহান সংবাদ , বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন। মানিকগঞ্জ : নারী কন্যা প্রতিহিংসতা বন্দে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ২০২৫ ও রোকেয়া দিবস । ৯ ডিসেম্বর ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১ টায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হাসান খানের সভাপতিত্বে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ সভা। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকিয়া দিবস।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানিকগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, প্রোগ্রাম অফিসার পারভিন বেগম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক আবু বক্কর সিদ্দিকী বজলু ।অনুষ্ঠান শেষে কর্মসূচির আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলা ও উপজেলা ভিত্তিক অদম্য নারী পুরস্কার মনোনীত প্রার্থীদের কে সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা পেলেন সাদিকা সাবরিন- পূর্বদাশড়া, কাবেরী সুলতানা -বান্দুটিয়া, আনোয়ারা বেগম -পশ্চিম দাশড়া এবং দক্ষিণ সেওতার লাভলী ইয়াসমিন রুমি। অনুষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা প্রদান করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক।
