দিনাজপুর প্রতিনিধি
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাঁওতাল পল্লীগুলো বর্ণিল সাজে সেজেছে।
উপজেলায় সাঁওতাল অধ্যুষিত ৭২টি পাড়ার মধ্যে ৬৩টি গির্জায় বড়দিন উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সূর্যপাড়া, পারইল, বাসুদেবপুর, নথন ও সিরামপুর এলাকার সাঁওতালরা ফুল, বেলুন, নকশা করা কাগজ, জরি ও রঙ দিয়ে গির্জা ও বাড়িঘর সাজাচ্ছেন।
আলাদীপুর ইউনিয়নের সূর্যপাড়া ও পারইল এবং সিরামপুর সাঁওতাল পল্লিতে দেখা যায়, নারীরা রঙ-তুলির আঁচড়ে নিজেদের বাড়ি সাজাচ্ছেন। মাটির ঘরে কয়লা গুঁড়ো, চুন ও বিভিন্ন রঙ দিয়ে দেয়ালে আলপনা আঁকা হচ্ছে।
লুচিয়া কিসকু বলেন, বড়দিন উপলক্ষে বাড়ি সাজাচ্ছেন, টাকা কম থাকলেও চুন দিয়ে আলপনা আঁকছেন। একই কথা বলেন ইতি কিনা মার্ডি ও আলবিনা বাস্কে। সাঁওতাল নেতা কমল কিসকু জানান, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাপ্টিস্ট, ক্যাথলিক, লাথারান, এফসিসি ও চার্চ অব গডের ৬৩টি চার্চে প্রার্থনা অনুষ্ঠিত হবে।
