বিশেষ প্রতিবেদক॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে সোনাই নদীতে বাঁধ দিয়ে ইটভাটার ট্রাক্টর চলাচলের জন্য অবৈধ রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। নদী শাসন করে তৈরি করা এই মাটির রাস্তার কারণে নদীর স্বাভাবিক পানি প্রবাহ চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই অস্থায়ী রাস্তাটি ব্যবহার করে পার্শ্ববর্তী ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হয়। গত বছরও একই স্থানে নদী দখল করে রাস্তা নির্মাণ করা হয়েছিল। সে সময় উপজেলা প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করে নদীর গতিপথ স্বাভাবিক করে দিয়েছিল। তবে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তারা পুনরায় একই ধৃষ্টতা দেখাচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।
পরিবেশ ও নদী রক্ষা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই অবৈধ কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, অপরাধীদের কঠোর সাজার আওতায় না আনার ফলে তারা বারবার নদী ও প্রকৃতি ধ্বংসের সাহস পাচ্ছে। তিনি সোনাই নদী রক্ষায় এবং নদী দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
