বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শহরের কলেজপাড়ায় ডিসি এসপি রোডে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ এর আহ্বায়ক শামীম আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সুশিক্ষা ও নৈতিকতার সমন্বয়েই মানবিক সমাজ গঠন সম্ভব। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।” সভাপতি অধ্যক্ষ মো. ইকবাল হোসেন নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর জোর দিয়ে বলেন, সকল শিক্ষার্থীই আমাদের ভবিষ্যৎ সম্পদ। প্রধান আলোচক ছিলেন প্রভাষক রুমানুল ফেরদৌসী রুমা, স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সুরমা আক্তার। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। এরপর প্লে গ্রুপ থেকে দশম শ্রেণির মেধাবী ৫০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সিনিয়র শিক্ষক আয়েশা আক্তার হেপি। অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে।
