অনলাইন ডেস্ক
ঢাকার কেরানীগঞ্জে মৎস্য আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর । জব্দ করা এসব জাটকা পরে বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া, হাসনাবাদ, জিনজিরা, আগানগর, আব্দুল্লাপুর ও হিজলতলা এলাকার বিভিন্ন খুচরা মাছের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি।
উপজেলা মৎস্য দপ্তর জানায়, অভিযানে অবৈধভাবে আহরিত ও বাজারজাতকৃত প্রায় ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাটকা বিভিন্ন এতিমখানা এবং অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে বিভিন্ন বাজার থেকে জাটকা জব্দ করা হয়েছে। জাটকা সংরক্ষণ করা গেলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়বে এবং মৎস্যজীবীরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
মৎস্য দপ্তর আরও জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম আকারের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশের উৎপাদন ও প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
