রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর সাইনবোর্ড এলাকায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশবাসীর কল্যাণে তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আলোচনাসভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহীন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মো. আলম মিয়া, রূপগঞ্জ থানা কৃষক দলের সভাপতি শাহ আলম বেপারী, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, রূপগঞ্জ থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেনসহ আরো অনেকে।
তারাব পৌরসভা কৃষক দল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহমুদ।
নেতাকর্মীরা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন ও নির্ভীক নেত্রী। তিনি কখনো অন্যায় ও স্বৈরশাসনের কাছে মাথা নত করেননি। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ধারাকে সুদৃঢ় করতে এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
দোয়া মাহফিল অনুষ্ঠানে তারাব পৌরসভা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
