বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মানবতার ডাক দিয়ে যাত্রা শুরু করল নারীদের সামাজিক সংগঠন ‘কন্যা’। কনকনে শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে সোমবার (১২ জানুয়ারি) শহরের মেড্ডা শ্মশানঘাট এলাকায় সংগঠনটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমেই সংগঠনটি তাদের আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের আহ্বায়ক করবী চক্রবর্তী। তিনি জানান, মূলত নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই উদ্যোগ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ-এর শামীম আহমেদ, সঞ্জিত কুমার রায় ও মো. বেলায়েত সরকারসহ সংগঠনের সদস্যরা।কন্যা’ সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতে তারা কেবল ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকবেন না; বরং নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত নারীদের কল্যাণে কাজ করে যাবেন। এ সময় উপস্থিত ছিলেন, জালাল উদ্দিন (সুমন), সংগঠনের সদস্য সচিব শিফা চৌধুরী, গায়ত্রী রায়, মমতা দেবী, মাঙ্গলিকা দেবী, জয়া রায়, রুবি পাল, জয়শ্রী রায়, রত্না রাণী দাস, চুমকি চৌধুরী, শিলা বণিক, ছবি ভট্টাচার্য, মুন্না সাহা চিত্রা, অপরাজিতা দত্ত অপু, জুঁই চক্রবর্তী, জুই দেব রায় ও সূবর্ণা
