ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) ভোরের আলো যখন ফুটছিল, ঠিক তখনই রাজধানীর একটি হাসপাতালে নিভে যায় এই তরুণ ও মেধাবী কর্মকর্তার জীবনপ্রদীপ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার এই আকস্মিক চলে যাওয়া যেন স্তব্ধ করে দিয়েছে পুরো বাঞ্ছারামপুরকে। মাত্র কয়েকদিন আগেই তিনি এ উপজেলায় নতুন স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন, কিন্তু নিয়তি তাকে সেই সুযোগ দিল না।
ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি রেখেছিলেন নিষ্ঠার ছাপ।
২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুরে ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই কর্মস্থলে তাঁর সময়কাল ছিল মাত্র ৫ দিন। দায়িত্ব বুঝে নেওয়ার রেশ কাটতে না কাটতেই তাকে চলে যেতে হলো না ফেরার দেশে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান, মঙ্গলবার প্রচণ্ড মাথাব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কে জানত, সামান্য মাথাব্যথা কেড়ে নেবে এমন একটি প্রাণ?
তিনি তার স্বামী ও ছোট্ট এক কন্যা সন্তানকে রেখে গেছেন।
