এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

জাতীয়

ডেস্ক : রাজধানীর মিরপুরে এলাকায় পার্ক করা ট্রান্স সিলভা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে মিরপুর-দিয়াবাড়ির রয়েল সিটি গেটের রাস্তার পাশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই বার্তায় জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে ও যাত্রাবাড়ীতে সন্ধ্যা পৌনে সাতটার দিকে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *