তফসিলের পর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি : কাদের

রাজনীতি

ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। ফি ৫০ হাজার টাকা। ফরম অনলাইনেও সংগ্রহ ও জমা দেয়া যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানান, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার জবাবে নেতাকর্মীদের আরও সতর্ক হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস চলছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। তাদের আরও মনোবল দিতে কাজ করবে কমিটি। তৃণমূলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। যেকোনো মূল্যে আগুন সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *