জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২(আদিতমারী-কালীগঞ্জ) আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন। লালমনিরহাট-২(আদিতমারী-কালীগঞ্জ) আসনে এবার লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন তিনি। এ আসনটিতে ১৯৮৬ সাল থেকে ১৯৯১,১৯৯৬,২০০৮ সাল পর্যন্ত মরহুম মজিবুর রহমান জাতীয় পার্টি হতে লাঙ্গল প্রতীক নিয়ে বারবার নির্বাচিত হয়েছেন। আবারও ৭ জানুয়ারি লালমনিরহাট-২ আসনের সাধারণ জনগন লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশা করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন।
তিনি, অবসর প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সভাপতি-সাহিত্য সংস্কৃতি সংসদ লালমনিরহাট জেলা, সভাপতি-তিস্তা বাঁচাও,নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আদিতমারী, আহ্বায়ক আর্থ সামাজিক উন্নয়ন মঞ্চ লালমনিরহাট জেলা, সভাপতি- সাফল্য সাহিত্য পরিবার রংপুর বিভাগ, সভাপতি-সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম আদিতমারী, সভাপতি- মানব কল্যান ফাউন্ডেশন রংপুর জেলা, উপদেষ্টা-সাহিত্য সংস্কৃতি পরিষদ রংপুর সহ এমন প্রায় ২১টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি সাহিত্য রচনা ও চর্চার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অনেক সাহিত্য সংস্কৃতি সংগঠনের পক্ষ হতে পদক ও সম্মাননা অর্জন করেন।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার বেকারত্ব নিরসন, দারিদ্রতা হ্রাস, স্বাস্থ্য সেবা ও শিক্ষার সুযোগ বৃদ্ধি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখার মাধ্যমে আদিতমারী কালীগঞ্জ এলাকার সাধারণ জনগনের জীবন-মান উন্নয়ন করতে সকলের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করছি।