আরও তিন উপজেলায় ভোট স্থগিত

জাতীয়

ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের আরও তিনটি উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৭ মে) দুপুরে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।উপজেলাগুলো হলো নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।শরিফুল আলম বলেন, খালিয়াজুরী উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।এর আগে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।স্থগিত হওয়া উপজেলাগুলো হলো বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দীন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি।এদিকে, তৃতীয় ধাপের ভোটগ্রহণ আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা এবং তফসিলি ব্যাংক এবং এর শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *