কোটা সংস্কারে ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান

অন্যান্য

রিপোর্টার ‌‌:
প্রজন্মের মধ্যে বিভক্তি রাষ্ট্রের জন্য শুভ নয় :বিএসপি
এক পক্ষ তুমি কে আমি কে বাঙালি বাঙালি। আরেক পক্ষ তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে এতে সমগ্র জাতির মধ্যে গভীর উদ্যোগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। ১৭ জুলাই বুধবার বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি ) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, অতি পরিকল্পিতভাবে কোন এক পক্ষ ছাত্রদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে প্রজন্মের মধ্যে বিভক্তি তৈরি করছে, যা জাতির জন্য শুভ নয় । এ অশুভ শক্তিকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবির পাশাপাশি আলোচনার মাধ্যমে নিরীহ ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। ছাত্রদের অসহিংস নিয়মতান্ত্রিক কোটা সংস্কার আন্দোলন কেউ যেন ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে, সে দিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন কেন সহিংস রূপ নিল তা খুঁজে বের করতে হবে। সংঘর্ষে আহত নিহত ছাত্র জনতার সুচিকিৎসা নিশ্চিত ও ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তিতে বিএসপি চেয়ারম্যান বলেন, চাকরির ক্ষেত্রে ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধ তথা মুক্তিযোদ্ধার মত স্পর্শকাতর বিষয়গুলোতে আদালতকে ঢাল না বানিয়ে সরকারের উচিত চলমান আন্দোলন নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
সরকারের ভুল সিদ্ধান্তের কারণে যেন অশুভ শক্তি সুযোগ নিতে না পারে, সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে বলে বাংলাদেশ সুপ্রিম পার্টির(বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী মন্তব্য করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম এ ছাত্ররাই জাতিকে নেতৃত্ব দেবে। তাই ছাত্রদের বিরুদ্ধে দায়ের কৃত মামলা প্রত্যাহার করে ছাত্রদেরকে জেলখানায় না পাঠিয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ার টেবিলে পাঠাতে ও তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *