ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অফিসে বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দলটির এক যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলটির পক্ষ থেকে জানানো হয়, ওই সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল উপস্থিত থাকবেন।এ ছাড়াও অন্যান্য সিনিয়র নেতারা ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও এতে উপস্থিত থাকবেন।