আমি দুখাই
মোঃ সোহেল দুখাই
আজকের এ দিনে ধরাতে আমার পদাপর্ন
নয় কোন আনন্দ,উল্লাস নয় হাস্যোজ্জ্বল।
নিভৃতচারী আমি দুঃখের বারতা নিয়ে আসি
জন্মের পর বাবাকে পাইনি, মাকে জড়িয়ে ছিলাম।
বাবা আমার মানুষের অধিকার লড়াইয়ের সংগ্রামে
শত ব্যস্ততার মধ্যে দিন যাপন করে,চলে বিপ্লবীভাবে।
আমাকে দেখার ফুরসত কই, গেছে ইস্তেমার মোনাজাতে
আখেরী মোনাজাত শেষ করে শোনে আমার আসার আগমন বার্তা।
মোনাজাত শেষে জন্ম নেয়া শিশু দুখাই ছড়ায় কবিতা।
দুঃখ পেয়োনা বিধাতা আমি অমঙ্গল নই তোমার।
আমি জংঞ্জাল হতে পারি এই পৃথিবীর, সব আবর্জনা
ধুয়ে মুছে সাফ করে ফেলবো বলে আমার আগমন,
এই পৃথিবীতে ছড়াবো বেহেশতের সুভাশ।
এই কাজ করে যাবো আজিবন,
যতোদিন আছে আমার শ্বাস।
